সিডনি, ২7 মার্চ– সেমিফাইনালে মাইকেল ক্লার্কদের কাছে হারের পর ভারতীয় দলের সমালোচনায় মুখর অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম৷ পাশাপাশি অস্ট্রেলিয়ারও প্রশংসা করা হয়েছে৷ ভারতীয় দলের মধ্যে সবথেকে বেশি সমালোচনা করা হয়েছে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির৷ ‘সিডনি মর্নিং হেরাল্ড’ ধোনির ইনিংসকে ‘উদ্ভট’ বলে অভিহিত করেছে৷ ধোনির সমালোচনা করে সংবাদপত্রটিতে লেখা হয়েছে, ‘ভারতীয় অধিনায়কের অদ্ভুত ইনিংস ম্যা‘ওয়েলের দুরম্ত থ্রো-তে শেষ হয়ে গিয়েছিল৷ রান আউটের হাত থেকে বাঁচার জন্য ধোনিকে খুব বেশি চেষ্টা করতে দেখা যায়নি৷’ সংবাদপত্রটি আরও লিখেছে, ‘অস্ট্রেলিয়ার ৩২৮ রান অনায়াসে তাড়া করা যেত৷ কিন্তু ধোনির ৬৫ রান সত্ত্বেও ভারত স্নায়ুচাপ ধরে রাখতে পারেনি৷’ ‘ডেইলি টেলিগ্রাফ’ লিখেছে, ‘অস্ট্রেলিয়ার রান তাড়া করতে গেলে ধোনি কিংবা কোহলির মধ্যে একজনকে পার্থক্য গড়ে দিতে হত৷ দু’জনের মধ্যে কেউই তা পারেনি৷’ সংবাদপত্রটি আরও লিখেছে, ‘ধোনি যতক্ষণ ক্রিজে ছিল, ততক্ষণ ভারতের আশা ছিল৷ কিন্তু ও ম্যাচটা ছেড়ে দিয়ে চলে এল৷ টেস্ট ক্রিকেট থেকে হঠাৎ অবসর নেওয়ার পর ধোনি সম্ভবত শেষ একদিনের ম্যাচ খেলে ফেলল৷’ সংবাদপত্রটিতে একদিকে যেমন ম্যা‘ওয়েলের থ্রো-র প্রশংসা করা হয়েছে, তেমনি সমালোচনা করা হয়েছে ধোনির৷ বলা হয়েছে, ‘ম্যা‘ওয়েলের থ্রো-টা দুরম্ত ছিল৷ কিন্তু ধোনিকে দেখে মনে হল ক্রিজের মাঝখানেই হাল ছেড়ে দিয়েছে৷ কোনও ডাইভ দেওয়ার চেষ্টা করেনি, ক্রিজে পৌঁছনোর চেষ্টাও করেনি৷ সোজা টানেলের দিকে দৌড় শুরু করেছিল৷ একই সঙ্গে ভারতের আশাও শেষ হয়ে গিয়েছিল৷’ সংবাদপত্রটি ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসেনের উদ্ধৃতি উল্লেখ করে লিখেছে, ‘ধোনি ওখানে কী করছিল আমি বুঝে উঠতে পারিনি৷ চেষ্টা করলে অবশ্যই ক্রিজে পৌঁছতে পারত৷’