দ্রুত গণ বিশ্ববিদ্যালয় খোলার দাবি

Image

মহামারি করোনাভাইরাসের কারণে র্দীঘ দেড় বছরের বেশি সময় বন্ধ থাকার পর দেশের প্রতিষ্ঠানগুলো খোলার অনুমতি দিয়েছে সরকার।

বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল চাইলে যেকোনো দিন ক্যাম্পাস খুলে দিতে পারে। এমন নির্দেশনার পর সাভারের গণ বিশ্ববিদ্যালয় (গবি) কবে খুলবে, সেটা নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছে।

বিশ্ববিদ্যালয় খোলার তারিখ নির্ধারণে বুধবার (২৯ সেপ্টেম্বর) একাডেমিক কাউন্সিলের সভায় শিক্ষার্থীরা কী চান, তা জানতে এক জরিপ চালায় গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস)।

২৪ শতাংশ শিক্ষার্থী আগামী এক সপ্তাহের (৫ অক্টোবর) মধ্যে ক্যাম্পাস খোলার পক্ষে।

বেশিরভাগ শিক্ষার্থী দ্রুত ক্যাম্পাস খোলার পক্ষে মত দিলেও প্রায় ২০ শতাংশ শিক্ষার্থী পরবর্তী সেমিস্টার থেকে সশরীরে ক্লাস করতে চান। এক্ষেত্রে তারা অনলাইনে ক্লাস নিয়ে অফলাইনে পরীক্ষার বিষয়কে যুক্তি দেখিয়ে বিষয়টি বিবেচনার দাবি জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয় কবে খুলবে, তা নির্ভর করবে শিক্ষক-শিক্ষার্থীদের টিকা গ্রহণের সর্বশেষ তালিকা এবং শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থার কথা মাথায় রেখে। একইসঙ্গে সরকার এবং ইউজিসির অন্য সব নির্দেশনা বিবেচনায় নেওয়া হবে।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. এস তাসাদ্দেক আহমেদ জানান, সভায় টিকা এবং শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থার বিষয়টি আমি জানাবো। আবাসনের বিষয়ে (১০-১৫) দিন সময় রাখার চেষ্টা করবো।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।