দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের বিষয়-গ্রুপ পরিবর্তনের সুযোগ

Image

২০২৩-২৪ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের অনলাইন টিসি, বিষয়, গ্রুপ, ভার্সন, শিফট ও ছবি পরিবর্তনের সুযোগ দিয়েছে ঢাকা বোর্ড। এই কার্যক্রম ২৮ আগস্ট থেকে শুরু হয়েছে, যা চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

বুধবার (২৮ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

বোর্ড জানিয়েছে, এ কার্যক্রম অনলাইনে চলবে। তাই শিক্ষার্থীদের বোর্ডে যোগাযোগ করার প্রয়োজন নেই।

দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের প্রতি বিষয় পরিবর্তনে ২০০ টাকা, বিভাগ বা গ্রুপ পরিবর্তনে ৮০০ টাকা, অনলাইন টিসি বা বিটিসির জন্য ৭০০ টাকা, ভর্তি বাতিলের জন্য ৬০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। আর শিফট, ভার্সন, ছবি পরিবর্তন ও চতুর্থ বিষয় বাতিলের জন্য কোনো ফি লাগবে না।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।