নিজস্ব প্রতিবেদক,১০ এপ্রিল ২০২৩: দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত কলেজ ও বোর্ড টিসির কার্যক্রম চালাতে পারবেন। এসব শিক্ষার্থীর টিসি ও বোর্ড টিসি কার্যক্রমের মেয়াদ বাড়িয়েছে ঢাকা বোর্ড। বোর্ড থেকে বিষয়টি জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
গত ৬ এপ্রিল জারি করা বিজ্ঞপ্তিতে বোর্ড বলছে, ২০২০-২১ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের টিসি, বিটিসি ও ভর্তি বাতিল কার্যক্রমের মেয়াদ ৭ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হলো। এরপর আর কোনোক্রমেই সময় বাড়ানো হবে না।
জানা গেছে, টিসি ও বিটিসির (বোর্ড টিসি) জন্য ফি নির্ধারণ করা হয়েছে ৭০০ টাকা। আর ভর্তি বাতিল করতে ৬০০টাকা ফি দিতে হবে শিক্ষার্থীদের।