দেশে মোট ৩ কোটি ৯০ লাখ ডোজ টিকার প্রয়োগ

Image

এখন র্পযন্ত মহামারি করোনাভাইরাসের প্রতিরোধী টিকার ৩ কোটি ৯০ লাখ ৩১ হাজার ৮৯৬ ডোজ প্রয়োগ হয়েছে সারা দেশে।

এর মধ্যে প্রথম ডোজ টিকা নিয়েছেন ২ কোটি ৩৫ লাখ ১৩ হাজার ৩৬২ জন আর ২য় ডোজ নিয়েছেন ১ কোটি ৫৫ লাখ ১৮ হাজার ৫৩৪ জন।

প্রথম ডোজ টিকা নেওয়াদের মধ্যে পুরুষ এক কোটি ৩২ লাখ ২০ হাজার ১১৪ জন আর নারী এক কোটি দুই লাখ ৯৩ হাজার ২৪৮ জন। দ্বিতীয় ডোজ টিকা নেওয়াদের মধ্যে পুরুষ ৮৯ লাখ ৪৬ হাজার ৫৭০ জন আর নারী ৬৫ লাখ ৭১ হাজার ৯৬৪ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশে এ পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড ১ কোটি ২৪ লাখ ৭৩ হাজার ৬৫২ ডোজ, ফাইজার-বায়োএনটেকের টিকা ১ লাখ ৭ হাজার ৬৭৩ ডোজ, চীনের সিনোফার্মের টিকা ২ কোটি ১৪ লাখ ৭০ হাজার ৬৪৮ ডোজ এবং মডার্নার টিকা দেওয়া হয়েছে ৪৯ লাখ ৭৯ হাজার ৯২৩ ডোজ।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।