দেশের কৃষি বাণিজ্যিক কৃষিতে রূপান্তর হচ্ছে

Image

বাংলাদেশের কৃষি প্রতিদিনই উন্নত হচ্ছে। দেশের কৃষি এখন বাণিজ্যিক কৃষিতে রূপান্তরিত হচ্ছে। দেশে ক্ষুদ্র কৃষক বলে কিছু থাকবে না। উদ্যোক্তা ও বিনিয়োগকারীরা কৃষিতে বিনিয়োগ করছেন ব্যবসায়িক উদ্দেশ্যে।

সনাতনী কৃষি দিয়ে দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। উৎপাদন বাড়াতে বর্তমান কৃষিতে রোবটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ইন্টারনেট অব থিংকস যুক্ত হচ্ছে। এজন্য বর্তমান সময়ের কৃষিকে এগিয়ে নিতে শিক্ষিত তরুণদের কৃষির সঙ্গে যুক্ত হতে হবে।

সোমবার (১১ অক্টোবর) দুপুরে এমবিএ ইন এগ্রিবিজনেস কোর্সে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের অনলাইন নবীন বরণে আলোচকের বক্তব্যে শাইখ সিরাজ এসব কথা বলেন।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষিব্যবসা ও উন্নয়ন শিক্ষা ইনস্টিটিউট (আইএডিএস) এ নবীন বরণের আয়োজন করে।

ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।