ডেস্ক,৯ সেপ্টেম্বর ২০২১:
দীর্ঘ দেড় বছর পর খুলছে স্কুল-কলেজ। এমতবস্থায় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকরা জানতে আগ্রহী কোন শ্রেণির ক’দিন করে ক্লাস হবে।
করোনা পরিস্থিতিতে তিন ফুট দূরত্ব রেখে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের বসানো হবে। ২০২১ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের সপ্তাহে ছয়দিন, ২০২২ সালের পরীক্ষার্থীদের দুইদিন ও সোমবার থেকে বৃহস্পতিবার অন্যান্য স্তরে ক্লাস নেয়া হবে।
আরো পড়ুন: প্রাথমিকের ক্লাস চলবে ৯টা হতে সোয়া ৪টা পর্যন্ত
জানা যায়, নতুন ক্লাস রুটিনে ২০২১ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের সপ্তাহে শনিবার থেকে বৃহস্পতিবার দুটি বিষয়ের চারটি ক্লাস নেয়া হবে। ২০২২ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীদের শনিবার ও রোববার দুটি বিষয়ের চারটি ক্লাস হবে। এছাড়া ষষ্ঠ শ্রেণির ক্লাস সোমবার, সপ্তম শ্রেণির মঙ্গলবার, অষ্টম শ্রেণির বুধবার ও নবম শ্রেণির ক্লাস বৃহস্পতিবার নেয়া হবে।