দুর্গাপূজা উপলক্ষে বাকৃবিতে ৪ দিনের ছুটি

Image

সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ছুটি দেওয়া হয়েছে ৪ দিন। এ সময় বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৬ অক্টোবর আখেরি চাহার সোম্বা এবং ১২ থেকে ১৬ তারিখ পূজার ছুটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে সব কার্যক্রম বন্ধ থাকবে।

তবে বিশ্ববিদ্যালয়ের খামার ব্যবস্থাপনা শাখা, ডেইরি ফার্ম, পোল্ট্রি ফার্ম, কৃষিতত্ত্ব খামার গবেষণাগার, উদ্যানতত্ত্ব খামার, স্থল পরিকল্পনা শাখা, ফিশফার্ম, কৃত্রিম প্রজনন কেন্দ্র, গ্যারেজ অ্যান্ড ওয়ার্কশপ, ভেটেরিনারি টিচিং হাসপাতাল, হেলথ কেয়ার সেন্টার, স্বাস্থ্য প্রতিষেধক শাখা, যন্ত্র সংরক্ষণ শাখা এবং আইসিটি সেলের কাজ ন্যূনতম কর্মচারীর মাধ্যমে চালু থাকবে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।