গাজীপুরে অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল কয়েক ঘণ্টার মধ্যে প্রকাশ করা হয়েছে। শুক্রবার (২২ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে দুপুর সাড়ে ১২টায় এই পরীক্ষা শেষ হয়।
এরপর বিকেল সাড়ে ৫টার দিকে ফলাফল প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.admission.iutoic-dhaka.edu) এই ফলাফল পাওয়া যাচ্ছে।
এবার মোট পাঁচটি বিভাগের ৭২২টি আসনের বিপরীতে ৮ হাজার ৯৬ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছেন। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে লড়ছেন ১১ জন ভর্তিচ্ছু।