দীর্ঘদিন পর খুলেছে ঢাবির লাইব্রেরি, গ্রন্থাগারে ঢাবি শিক্ষার্থীরা

Image

মহামারি করোনাভাইরাসের সংক্রমণের কারণে দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর খুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি। সেই সঙ্গে খুলছে ইনস্টিটিউট ও ডিপার্টমেন্টের সেমিনার কক্ষ।

রোববার (২৬ সেপ্টেম্বর) সকালে লাইব্রেরিতে গিয়ে দেখা যায়, লাইব্রেরিতে অনার্স ফাইনাল ইয়ার ও মাস্টার্স শিক্ষার্থীদের বাইরে অন্য ইয়ারের শিক্ষার্থীদের প্রবেশে বাধা দেয় লাইব্রেরি কর্তৃপক্ষ। এটি নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে তর্ক বাধে।

এক পর্যায়ে জোর করে সব শিক্ষার্থী ঢুকে পড়ে এবং তর্কাতর্কি শুরু হয়। পরে প্রক্টর এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। নির্দেশনার বাইরে কোনো শিক্ষার্থী প্রবেশ করতে পারবেন না।

বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী বলেন, ‘আমরা শিক্ষার্থীদের স্বার্থেই হল খুলেছি। বিশ্ববিদ্যালয় ৫ তারিখ খুলবে। আমরা তার আগেই লাইব্রেরি খুলে দিয়েছি। যাতে শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারেন।’

তিনি বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা কোনো বিশৃঙ্খলা করবেন না এটাই আমাদের প্রত্যাশা। সবাই নিয়ম মেনে আইডি কার্ড দেখিয়ে স্বাস্থ্যবিধি রক্ষা করে যথাসময়ে লাইব্রেরীতে প্রবেশ করবেন। এবং নির্দিষ্ট সময়ে লাইব্রেরি ত্যাগ করবেন।’

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।