নিজস্ব প্রতিবেদক,২২ সেপ্টেম্বর ২০২২:
প্রশ্নফাঁসের কারণে দিনাজপুর শিক্ষা বোর্ডের স্থগিত হওয়া চারটি পরীক্ষা হবে ১০-১৩ অক্টোবর।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. কামরুল ইসলাম শিক্ষাবার্তাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থগিত হওয়া পরীক্ষাগুলো নিতে নতুন রুটিন প্রকাশ করেছে দিনাজপুর শিক্ষা বোর্ড। রুটিন অনুযায়ী, ১০ অক্টোবর গণিত, ১১ অক্টোবর কৃষি বিজ্ঞান, ১২ অক্টোবর পদার্থবিজ্ঞান ও ১৩ অক্টোবর রসায়ন বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন : এসএসএসি: দিনাজপুর বোর্ডে প্রশ্ন ফাঁসের ঘটনায় তদন্ত শুরু
এর আগে প্রশ্নফাঁসের কারণে বুধবার (২১ সেপ্টেম্বর) দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীন চলমান এসএসসির চার বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ চার বিষয় হলো— গণিত, পদার্থবিজ্ঞান, কৃষি বিজ্ঞান ও রসায়ন।