দাম বাড়লেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিয়ে শঙ্কা

Image

ডেস্ক,১৬ জানুয়ারী ২০২৩: আরেক দফা বাড়ানো হয়েছে বিদ্যুতের দাম। গত ৮ জানুয়ারি বিদ্যুৎ কোম্পানিগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে গণশুনানি করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। কোনো পক্ষের কোনো বক্তব্য বা সম্পুরক কাগজপত্র থাকলে তা ১৫ জানুয়ারির মধ্যে জমা দিতে বলা হয়েছিল। কিন্তু সেই সুযোগও দেওয়া হয়নি। গণশুনানির মাত্র ৪ দিনের মাথায় তড়িঘড়ি করেই বিদ্যুতের দাম বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়।

আরো পড়ুন:গ্রাহক পর্যায়ে কত বাড়ল বিদ্যুতের দাম?

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় সরকারের নির্বাহী আদেশে বিদ্যুতের দাম বৃদ্ধির এই ঘোষণা দেয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। যা কার্যকর হবে চলতি মাস (১ জানুয়ারি) থেকেই। এই নিয়ে গত ১৪ বছরে ১১ বার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে।

এদিকে বিদ্যুতের দাম বাড়ানো হলেও বাড়ছে না বিদ্যুৎ উৎপাদন। ফলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিয়ে রয়েছে শঙ্কা। বিশেষ করে শিল্প মালিকরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিয়ে উদ্বিগ্ন।

বৃহস্পতিবার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে ৫ শতাংশ হারে। এর মধ্যে গৃহস্থালির খুচরা বিদ্যুতের ক্ষেত্রে ৫০ ইউনিট পর্যন্ত ৩ টাকা ৭৫ পয়সা থেকে বাড়িয়ে ৩ টাকা ৯৪ পয়সা করা হয়েছে। সাধারণ গ্রাহকের ক্ষেত্রে ০ থেকে ৭৫ ইউনিট পর্যন্ত ৪ টাকা ১৯ পয়সা থেকে বাড়িয়ে ৪ টাকা ৪০ পয়সা করা হয়েছে। ৭৬ থেকে ২০০ ইউনিট পর্যন্ত ৫ টাকা ৭২ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ১ পয়সা, ২০১ থেকে ৩০০ ইউনিট পর্যন্ত ৬ টাকা থেকে ৬ টাকা ৩০ পয়সা করা হয়েছে। ৩০১ থেকে ৪০০ ইউনিট পর্যন্ত ৬ টাকা ৩৪ পয়সা থেকে ৬ টাকা ৬৬ পয়সা, ৪০১ থেকে ৬০০ পর্যন্ত ইউনিট ৯ টাকা ৯৪ পয়সা থেকে বাড়িয়ে ১০ টাকা ৪৪ পয়সা করা হয়েছে। ষষ্ঠ ধাপে ৬০০ ইউনিটের ঊর্ধ্বে ১১ টাকা ৪৬ পয়সা থেকে বাড়িয়ে ১২ টাকা ৩ পয়সা করা হয়েছে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।