যুবলীগ-বিএনপির সংঘর্ষ আহত শিশুসহ ১৩ জন ॥
চুয়াডাঙ্গা,১৬ডিসেম্বর॥
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার বিশ্বাস মার্কেটের কাছে বিএনপির বিশৃঙ্খলার কারনে বিজয় দিবসের র্যালিতে যুবলীগের নেতা-কর্মীরা ও বিএনপির সংঘর্ষে র্যালিটি পন্ড হয়ে যায়। এসময় বিএনপি নেতা জালাল উদ্দীন (৩৫), শফিউল্লাহ (৪০), রাসেল (২৮), আলতাফ উদ্দীন (৩০), হাসমত আলী (৩২), সাইফুল (২০), জাহিদ হোসেন (২৬), আপু (২৯) ও বাদল (২২) সহ ১০ জন এবং যুবলীগ নেতা আব্দুর রহমান (৩৭) ও মিলন (২১) সহ ৩ জন আহত হয়েছে। আজ শনিবার সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, শনিবার সকালে দর্শনা কলেজ মাঠ থেকে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগরের নেতৃত্বে শহরের বিভিন্ন স্থান পরিদর্শনের সময় বিএনপির একটি র্যালি মুক্তিযোদ্ধা ও ছোট ছোট শিশুদের র্যালিকে থামিয়ে মাঝখানে ঢুকতে যায়। এ সময় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা এর প্রতিবাদ করলে যুবলীগের সাথে বিএনপির সংঘর্ষ বাধে। এতে তৎক্ষনাত আজমপুর, লিটিল এনজেলস,জয়নগর,শান্তিনগর,কাষ্টমসসহ একাধিক প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা এলাপাথারি দৌড়াতে থাকে। এতে শিশু অভিজিৎ সান্তারা,আনারুল আকমল আকিব সহ বিএনপি কর্মী জালাল উদ্দীন, শফিউল্লাহ, রাসেল, আলতাফ উদ্দীন, হাসমত আলী, সাইফুল ইসলাম ও আপু এবং যুবলীগ নেতা আব্দুর রহমান ও মিলন আহত হয়।