দামুড়হুদা অফিস: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদায় বিজিবি-বিএসএফর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এ বৈঠক চলে।
জানা যায়, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদায় উপজেলার মদনা সীমান্তের ৮৪/৪০টি পিলারের কাছে বিজিবি-বিএসএফর মধ্যে সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পতাকা বৈঠক চলে। এতে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের মদনা ক্যা¤েপর কমান্ডার আবু লাইস এবং ভারতের পক্ষে কমান্ডার এস আই কাওরান শিং। সীমান্তে মানুষ হত্যা, শিশু-নারী পাচার ও মাদকসহ বিভিন্ন চোরাচালান প্রতিরোধে এ বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেন দু দেশের সীমান্তরক্ষী বাহিনী।