দামুড়হুদার ইউপি নির্বাচন সম্পন্ন : আ.লীগ প্রার্থীর জয়লাভ

চুয়াডাঙ্গা প্রতিনিধি: রোববার ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে দামুড়হুদার নতিপোতা ও নবগঠিত নাটুদহ ইউনিয়নের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।  রোববার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোটাররা স্বতস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে।বিকেল ৪ টার পর ভোট গ্রহণ শেষ হওয়ার পর মাত্র ১০ মিনিট চা-বিরতি দেওয়ার পর শুরু হয় ভোট গণনা। রাত ৯ টার পর বেসরকারি ভাবে ভোটের ফলাফল প্রকাশ হতে থাকে। এতে নতিপোতা ইউপি চেয়ারম্যানের দু’টি পাতা প্রতীক নিয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. আজিজুল হক আজিজ ৪৯৯৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রবিউল ইসলাম ৪৪৭১ ভোট পেয়ে পরাজিত হন।

এদিকে, নবগঠিত, নাটুদহ ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম তালগাছ প্রতীক নিয়ে ৩০৮৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইয়াছনবী তিনি ২৫৩৮ ভোট পেয়ে পরাজিত হন। নতিপোত ইউনিয়নের ১০ টি কেন্দ্রে এবং নাটুদহ ইউনিয়নের ৯ টি কেন্দ্রে ভোট গ্রহণ কার্যক্রম সুষ্ঠু ভাবে সম্পন্ন হওয়ায় দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান সাংবাদিকদের কাছে সন্তোষ প্রকাশ করেছেন।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।