দর্শনা সরকারী অর্নাস কলেজ শিক্ষক সংকট । আবারো ফলাফল বির্পযয়ের আশংকা

দামুড়হুদা প্রতিনিধি॥ চুয়াডাdamurhuda darsana college,21-8ঙ্গা জেলার দামুড়হদা উপজেলার একমাত্র দর্শনা সরকারী অর্নাস কলেজ শিক্ষক সংকট চরম আকার ধারন করেছে। বার বার লিখিত দেওয়ার পরও শিক্ষকের অভাবে ঠিক মত ক্লাস হচ্ছে না। ফলে ছাত্র/ছাত্রীরা ক্লাস করা থেকে বঞ্চিত হচ্ছে।
গত এইচ এসসি পরীক্ষায় ফলাফল বিপর্যয় হওয়ায় অভিভাবক মহল তাদের ছেলে মেয়ের লেখাপড়া নিয়ে হতাশ হয়ে পড়েছে। গত এইচ এসসি পরীক্ষায় মোট ৯৪০ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে মাত্র ২৭৫জন ছাত্র/ছাত্রী। এর মধ্যে নিয়মিত ছাত্র/ছাত্রী ছিলো ৫৩৯ জন এবং অনিয়মিত ৪০১ জন। মাত্র ২৯ দশমিক ২% পাশ করেছে। এদের মধ্যে ৬৬৫জন ফেল করেছে। ফলে এইচ এসসি পরীক্ষায় ফলাফল চরম বিপর্যয় হয়েছে বলে এলাকাবাসী মনে করছেন। কলেজের অধ্যক্ষ শ্যামল কুমার সাহা জানান,শিক্ষক সংকটের কারণে আমাদের কলেজের ফলাফল ভাল হয়নি। বেশির ভাগ ছাত্র/ছাত্রী ইংরেজি পরীক্ষায় ফেল করেছে। এছাড়া বিজ্ঞান বিভাগের মধ্যে পদার্থ বিজ্ঞানের অবস্থা আরও করুন। বিজ্ঞান বিভাগে বেশিরভাগ ছেলেমেয়ে পর্দাথবিজ্ঞান বিষয়ে ফেন করেছে। এছাড়া আরও ২ বিষয় ৯২ জন ফেল করেছে। মুলত শিক্ষক সংকটের কারণেই আমাদের কলেজের ফলাফল ভালো হয়নি। যেখানে প্রতিটি বিষয়ের জন্য ৩জন করে শিক্ষক থাকার কথা সেখানে কোন বিষয়ে ১জন আবার কোনটায় নেই। বাংলায় ১জন,রাষ্ট্র বিজ্ঞানে ২জন, রসায়ন বিজ্ঞানে ২জন পদার্থ বিজ্ঞানে ২জন,গণিতে ২জন,অর্থনীতিতে ২জন,উদ্ভিদ বিজ্ঞানে ১জন,ইসলামের ইতিহাসে ১জন, প্রাণী বিজ্ঞানে ৩জন,ইতিহাস বিভাগে ৩জন,হিসাব বিজ্ঞানে ২জন,দর্শণ বিভাগে ১জন, শরীর চর্চা বিভাগে ১জন ও লাইব্রেরিয়ান বিভাগে ১ জন শিক্ষকের প্রয়োজন থাকলেও তা নেই।
অধ্যক্ষ শ্যামল কুমার সাহা আরো জানান, আমরা বার বার স্থানীয় সংসদ সদস্যকে ও ডিজি বরাবর লিখিত পত্রের মাধ্যমে ২৩ জন শিক্ষক সংকটের কথা জানিয়ে কোন ফলাফল হচ্ছে না। এছাড়া ৪টি বিষয়ে অর্নাস কোর্স চালু হয়েছে সেখানে শিক্ষক সংকট থাকলে কিভাবে কলেজ চলবে। ছাত্র/ছাত্রী ও অভিভাবক আশংকা এভাবে কলেজ চলতে থাকলে এ বছরের ন্যায় আবারো ফলাফল বিযর্য়য় ঘটবে বলে মনে করেন সচেতনমহল।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।