চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা নিমতলা সীমান্তে বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত সীমান্তের ৭৪ নং মেইন পিলারের কাছে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়ানের নিমতলা বিজিবি ক্যাম্পের কমান্ডার হাবিলদার ওমর ফারুক ও ভারতের নদীয়া জেলার চাপড়া থানার ১১৩ ব্যাটালিয়ানের বিএসএফের গেদে ক্যাম্পের কমান্ডার এস আই রাজন্ন প্রসাদ।
সীমান্তে শিশু-নারী পাচার ও ফেন্সিডিলসহ বিভিন্ন মাদক চোরাচালান প্রতিরোধের জন্য দু’দেশের সীমান্তরক্ষীদের মধ্যে এই পতাকা বৈঠকের আয়োজন করা হয়।
এই বৈঠক চোরাচালান প্রতিরোধে ভূমিকা রাখবে বলে মনে করেন উভয় দেশের সীমান্তরক্ষীরা।