চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ ০২ অক্টোবর:চুয়াডাঙ্গার দামুড়হুদার দর্শনা-নিমতলা ক্যাম্পের বিজিবি সীমান্তে অভিযান চালিয়ে ৬৪ বোতল ভারতীয় মদ, ৩০ বোতল ফেনসিডিল ও টিভি পার্টস আটক করেছে। আটককৃত মালের মূল্য প্রায় আড়ায় লক্ষ টাকা।
বিজিবি জানায়, আজ শনিবার ভোর সাড়ে ৪টায় দামুড়হুদা উপজেলার দর্শনা ক্যাম্পের কোম্পানি কমন্ডার সুবেদার আওয়াল হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন তথ্যের ভিত্তিতে সীমান্তবতী ঈশ্বরচন্দ্রপুর মাঠে একটি আখ খেতে ওৎ পেতে ছিল। এসময় ৫/৬ জন চোরাচালানীদের দেখে চ্যালেঞ্জ করলে তারা তিনটি প্লাষ্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। বস্তা তল্লাসী করে ২৪বোতল মদ ও টিভি পাটর্স উদ্ধার করে। যার মূল্য ১লক্ষ ৬৪হাজার টাকা।
এছাড়া ভোর ৫টায় নিমতলা ক্যাম্পের নায়েক সুবেদার মহাসিন আলী সঙ্গীয় ফোর্সসহ জয়নগর সীমান্তের ৭৫নং মেইন পিলারের কাছে টহল দেওয়ার সময় ২জন চোরাচালানীকে দেখে ধাওয়া করে। এ সময় তারা দু’টি চটের ব্যাগ ফেলে ভারতে পালিয়ে যায়। ব্যাগ তল্লাসী করে ৪০বোতল মদ ও ৩০বোতল ফেনসিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত মালের মূল্য ৮০হাজার টাকা।