তিন শিক্ষক নেতাকে শোকজ: প্রাথমিক শিক্ষকদের বুধবার থেকে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

Image

তিন দফা দাবি আদায়ে চলমান পরীক্ষা বর্জন কর্মসূচির মধ্যেই আজ মঙ্গলবার তিন শিক্ষক নেতাকে শোকজ নোটিশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এই শোকজ নোটিশকে ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ঘোষণা করেছে নতুন কর্মসূচি।

সংগঠনটির আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন দৈনিক শিক্ষাডটকমকে জানান, সরকারের প্রতিশ্রুতির কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় এবং তিন নেতা—আবুল কাসেম, শামছুদ্দীন মাসুদ, খাইরুন নাহার লিপি ও মু. মাহবুবুর রহমানকে শোকজের প্রতিবাদে কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন দেশের শিক্ষকরা।


বুধবার থেকে সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’

শিক্ষকরা জানান, অর্থ মন্ত্রণালয় ১১তম গ্রেডসহ তিন দফা দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও ২২ দিন পার হয়ে গেছে, তবুও কোনো বাস্তব অগ্রগতি নেই। এই প্রেক্ষাপটে বুধবার (৪ ডিসেম্বর) থেকে—

✔ সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলবে (‘কমপ্লিট শাটডাউন’)

পরীক্ষা বর্জন চলবে অনির্দিষ্টকালের জন্য

✔ শিক্ষা অফিসের সামনে সকাল ১১টায় প্রতিবাদ সমাবেশ

শোকজের প্রতিবাদে দেশব্যাপী অবস্থান কর্মসূচি

২০২৩ ও ২০২৫ ব্যাচের শিক্ষকসহ মোট চার আহ্বায়ককে শোকজ করার প্রতিবাদে বুধবার দেশের সব উপজেলা শিক্ষা অফিসের সামনে অবস্থান ও প্রতিবাদ সমাবেশ হবে।

নেতাদের দাবি, সরকারের প্রতিশ্রুতি পালিত না হওয়া এবং আন্দোলন দমাতে শোকজের মতো প্রশাসনিক চাপ প্রয়োগের কারণে শিক্ষকরা ক্ষুব্ধ।


প্রাথমিক শিক্ষকদের ৩ দফা দাবি

1️⃣ সহকারী শিক্ষকদের জন্য ১০ম গ্রেড
2️⃣ ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতার অবসান
3️⃣ সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে ১০০% বিভাগীয় পদোন্নতি

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।