তালেবান সরকারকে দ্রুত স্বীকৃতি দেওয়ার কোনো পরিকল্পনা ব্রিটিশ সরকারের নেই। তবে তালেবানের সঙ্গে সম্পর্ক রাখা প্রয়োজন বলে মনে করে ব্রিটেন।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেইখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কাতারি কর্তৃপক্ষ তাকে নিশ্চিত করেছেন যে, ভবিষ্যতে আফগানিস্তানে সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়া হবে না, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা হবে এবং আরও অন্তর্ভুক্তিমূলক সরকার প্রতিষ্ঠায় তালেবান যে প্রতিশ্রুতি দিয়েছে তার জন্য তাদের জবাবদিহিতা নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেছেন, ‘আফগানিস্তানকে দেওয়া আমাদের প্রতিশ্রুতি বহাল থাকবে। নতুন বাস্তবতার সঙ্গে সমন্বয় করতে আমাদের সময় প্রয়োজন।’