ঢাবি ভিসির সঙ্গে জাপানের অধ্যাপকদ্বয়ের সাক্ষাৎ

ঢাবি প্রতিনিধি: জাপানের কাগোশিমা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কাজুনরি আরিতা এবং অধ্যাপক ড. সুমি নাকাতানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিindex_30491সি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সোমবার বিকালে তারা ভিসির অফিসে সাক্ষাৎ করেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক সুলতান আহমেদ এবং ড. মো. মনির উদ্দীন উপস্থিত ছিলেন।

সাক্ষাতকালে তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয় আধুনিক ভাষা ইনস্টিটিউট এবং জাপানের কাগোশিমা বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে যৌথ সহযোগিতামূলক কার্যক্রম চালুর সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন।

ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বাংলাদেশ ও জাপানের মধ্যে সুদীর্ঘকাল ধরে চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমাদের স্বাধীনতা যুদ্ধে জাপান আমাদের পাশে ছিল এবং স্বাধীন বাংলাদেশকে সর্ব প্রথম যে কয়টি দেশ স্বীকৃতি দিয়েছিল, তাদের মধ্যে জাপান ছিল অন্যতম।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।