ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবের দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রোববার রাত ১১টা ১০ মিনিটের দিকে এ আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রচেষ্টায় সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণ আসে।
প্রত্যক্ষদর্শী কয়েকজন শিক্ষক জানান, আমরা ক্লাবের ভেতরে অবস্থান করছিলাম।
আনুমানিক ১১টা ৫ মিনিটে পাঁচ ছয়টা বিস্ফোরণের মতো আওয়াজ শুনতে পেলে আমরা দৌড়ে এসে দেখি মুদি দোকানের এদিকে ধোঁয়া। কয়েকজন দোকানের শাটার খোলার চেষ্টা করে শাটার খোলার পর দেখা যায় ধাউ ধাউকরে ভেতরে আগুন জ্বলছে।
এ বিষয়ে উপসহকারী পরিচালক (চঃদাঃ) (ঢাকা জোন-০১) মো. বজলুর রশিদ বলেন, ১১টা ২০ মিনিটে প্রথমে পলাশী ব্যারাক থেকে দুটি ইউনিট আসে। তারা এখানে পানির উৎস না পাওয়ায় সাহায্য চাইলে তখন সিদ্দিক বাজার থেকে আরো দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, দমকল বাহিনী আছে। তারা কাজ করছে। বিশ্ববিদ্যালয় ক্লাবকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা তদন্ত করে বের করবেন।