ঢাবিতে ভর্তি পরীক্ষা শুরু ২৩ সেপ্টেম্বর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ২৩ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। এদিন কলা অনুষদের অধীনে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বুধবার ডিনস কমিটির সভায় সম্ভাব্য এ তারিখ নির্ধারণ করা হয়। এতে সভাপতিত্ব করেন ঢাবি ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক।

কলা অনুষদের ডিন মো. আখতারুজ্জামান সাংবাদিকদের জানান, সভার সিদ্ধান্ত মোতাবেক ২৪ সেপ্টেম্বর চারুকলা অনুষদের অধীনে ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা গ্রহণের কথা রয়েছে।

এছাড়া ২৮ সেপ্টেম্বর ‘ঘ’ ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ), ৩০ সেপ্টেম্বর ‘গ’ ইউনিট (বাণিজ্য অনুষদ) ও ২১ অক্টোবর ‘ক’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষার সম্ভাব্য দিন নির্ধারণ করা হয়েছে।

তবে সাধারণ সভায় তারিখ পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন ডিন মো. আখতারুজ্জামান।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।