ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলাভবনের একটি বিভাগে শিক্ষকদের অফিসে ছিলেন ওই বিভাগেরই এক শিক্ষক ও শিক্ষিকা। হঠাৎ সেখানে উপস্থিত হন ওই শিক্ষকের স্ত্রী। তাঁর দাবি, তাঁর স্বামী ও শিক্ষিকার মধ্যে রয়েছে প্রেমের সম্পর্ক।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে স্বামী ও ওই শিক্ষিকাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদের কাছে নিয়ে যান ওই নারী। সেখানে গিয়ে বিচার দাবি করেন তিনি।
আটক শিক্ষকের স্ত্রীর বরাত দিয়ে প্রক্টর ড. আমজাদ বলেন, সহকর্মীর সঙ্গে স্বামীর প্রেমের সম্পর্ক আছে বলে দীর্ঘদিন দিন ধরে সন্দেহ করছিলেন ওই নারী। সন্দেহের কারণেই আজ রাতে তিনি হঠাৎ হানা দেন বিভাগে শিক্ষকদের অফিসে। সেখানে দুজনকে একসঙ্গে দেখতে পান। আটক শিক্ষিকার স্বামী গবেষণার কাজে দেশের বাইরে রয়েছেন।
তবে ওই দুই শিক্ষক-শিক্ষিকা সে সময় নিজ বিভাগের প্রজেক্টের কাজ করছিলেন বলে জানিয়েছেন প্রক্টর।
প্রক্টর ড. আমজাদ আরো বলেন, ‘যেহেতু বিষয়টা পারিবারিক, তাই বিষয়টি মীমাংসার দায়িত্ব বিভাগের চেয়ারপারসনকে দেওয়া হয়েছে। তিনি বিষয়টি সমাধান করবেন।’
এ বিষয়ে কথা বলতে ওই বিভাগের চেয়ারপারসন ও ওই শিক্ষকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।