ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে সিট দখল নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক: রুম দখলকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদ্দিন হলে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়।

৫ মার্চ রোববার রাতে ওই হলের ৫২০ নম্বর রুমে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নতুন কমিটি হওয়ার পর সমঝোতার ভিত্তিতে রুম নির্ধারণ করে ছাত্রলীগের দু’গ্রুপ। এতে ৫২০ নম্বর কক্ষটি হল শাখা ছাত্রলীগের সভাপতি আরিফ হোসেন ও সাধারণ সম্পাদক শাহেদ খান সমঝোতার ভিত্তিতে ভাগাভাগি করে। সেখানে একটি সিট ফাঁকা হলে হল ছাত্রলীগের সভাপতি আরিফ হোসেন তার অনুসারী একজনকে তোলেন। পরে শাখা সাধারণ সম্পাদক শাহেদ খানও একই সিটে নিজের এক অনুসারীকে তুলতে চান।

সে সময় নিজ অনুসারীকে উঠাতে না পেরে শাহেদের কয়েকজন কর্মী ওই রুমে থাকা সুমন নামে একজনকে মারধর এবং সঙ্গে থাকা মোবাইল ও মানিব্যাগ কেড়ে নেয়। এ ছাড়া অকথ্য ভাষায় গালিগালাজ করে।

এ ব্যাপারে হল ছাত্রলীগের সভাপতি আরিফ হোসেন বলেন, ‘আসলে তেমন কোনো ঘটনা ঘটেনি। ৫২০ নম্বর রুমে সমঝোতার ভিত্তিতে এক সিট আমি ও অন্য সিট শাহেদ নিয়েছে।’

‘তারপর আমার সিটে আমি আগে থাকা সুমন নামের এক ছাত্রের সঙ্গে নতুন একজনকে দিতে চেয়েছি। তাই শাহেদের কর্মীরা রাতে গিয়ে সুমনকে মারধর করে’, যোগ করেন আরিফ।

অন্যদিকে, ‘মারধরের বিষয় অস্বীকার করে হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহেদ খান বলেন, হলে সিট নিয়ে একটু সমস্যা হয়েছে। পরে কেন্দ্রীয় কমিটির এক নেতা বিষয়টি সুরাহা করে দিয়েছেন। এটা তেমন কিছু নয়।’

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।