আজ শুক্রবার (১ অক্টোবর) সকাল ১১ টা থেকে শুরু হবে পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা। এবারই প্রথমবারের মতো রাজধানীর বাইরে হতে যাচ্ছে ভর্তি পরীক্ষা।
ঢাকার বাইরে দেশের ৭ বিভাগের বিশ্ববিদ্যালয়গুলোতে হবে ভর্তি পরীক্ষা। রাজধানীর বাইরে পরীক্ষা হওয়া নিয়ে অনেকেই নিরাপত্তার বিষয়টি নিয়ে শঙ্কা প্রকাশ করছেন। তবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, রাজধানীর বাইরে হওয়া নিয়ে কোনো শঙ্কা নেই। এক্ষেত্রে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান জানান, ভর্তি পরীক্ষা দেশের বিভাগীয় শহরের সরকারি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে। এজন্য পরীক্ষা ঘিরে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কোথাও কোনো প্রশ্ন ফাঁস কিংবা জালিয়াতির সুযোগ নেই। আমরা সব জায়গায় গোয়েন্দা নজরদারি বাড়িয়েছি। স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশ আমাদের সব ধরনের নিরাপত্তার বিষয় নিশ্চিত করেছে।
উপাচার্য আরও জানান, যারা এর আগে ভর্তি জালিয়াতির মাধ্যমে ভর্তি হয়েছে, তাদের আমরা খুঁজে খুঁজে বের করে বহিষ্কার করেছি। দুদিন আগেও দুজনকে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছি। বিভাগীয় বিশ্ববিদ্যালয়গুলোতে একইভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষাগুলোতেও কোনো ধরনের সমন্বয়হীনতা থাকবে না। পরীক্ষা সব জায়গায় একসঙ্গে একই সময়ে অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে আমরা সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা রেখেছি।