ঢাকা কলেজ বন্ধ ঘোষণা

Image

ডেস্ক,৫ মার্চ ২০২৩: ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ ও সিটি কলেজের ত্রিমুখী সংঘর্ষের পর তিনদিনের জন্য ঢাকা কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।

রবিবার (৫ মার্চ) বিকেলে অনিবার্য কারণ দেখিয়ে একদিন, শুভ দোলযাত্রা ও পবিত্র শবেবরাত উপলক্ষে আরও দুইদিন সবমিলিয়ে মোট তিনদিনের এই ছুটি ঘোষণা করে কলেজ প্রশাসন।

আরো পড়ুন: ইবিতে এখনও ৩৪ আসন ফাঁকা

অধ্যক্ষের কার্যালয় থেকে বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত আগামী ০৬ মার্চ কলেজের ক্লাসসমূহ স্থগিত করা হয়েছে। এছাড়াও ‘শুভ দোলযাত্রা’ উপলক্ষ্যে ০৭ মার্চ এবং ‘পবিত্র শবে-ই-বরাত’ উপলক্ষ্যে ০৮ মার্চ কলেজের সকল ক্লাস স্থগিত থাকবে।

এতে আরও বলা হয়, ০৮ মার্চ ব্যতীত উল্লেখিত অন্য তারিখে (৬ ও ৭ মার্চ) অফিস ও বিভাগসমূহ খোলা থাকবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষাসহ যাবতীয় কার্যক্রম যথারীতি চলবে। তবে ঢাকা কলেজের সকল অভ্যন্তরীণ পরীক্ষা স্থগিত থাকবে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।