ডেস্ক: কথা কাটাকাটির জের ধরে ঢাকা কলেজের ছাত্রলীগের দুগ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার ইফতারির কিছুক্ষণ আগে কলেজ ক্যাম্পাসে এ সংঘর্ষ হয়। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘণ্টাব্যাপী সংঘর্ষে ছাত্রলীগের দুইজন কর্মী আহত হয়। এ ঘটনায় নিউ মার্কেট ও তার আশেপাশের এলাকায় দোকানপাট বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
ঢাকা মেট্রেপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের উপ কমিশনার শাহ মিজান সাফিউর রহমান বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে বলে শুনেছি। কলেজ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’