গণমাধ্যমের স্বাধীনতা ইস্যুতে এবার কথা বললেন সজীব ওয়াজেদ জয়। ড. ইউনূস সরকারের চেয়ে সামরিক শাসন ভালো ছিল বলে মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড পেজে ইংরেজিতে দেয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।
প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা সাংবাদিকদের নিয়ে সামাজিক মাধ্যম এক্সের একটি পোস্ট শেয়ার করে ক্যাপশনে জয় লিখেন, ‘গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে বাংলাদেশে ইউনূস শাসন অতীতের সামরিক স্বৈরাচারের চেয়ে ভালো না’।
এর আগে আওয়ামীপন্থি হিসেবে পরিচিত ২০ সাংবাদিক ও কর্মকর্তার প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করেছে তথ্য মন্ত্রণালয়।