ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

Image

ডেস্ক, ২৪ এপ্রিল ২০২২
দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

রোববার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে-(https://www.dgme.gov.bd/index.php/Hms/details_notice/83) পাওয়া যাচ্ছে এই ফলাফল।

একটি সরকারি ডেন্টাল কলেজ এবং আটটি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ভর্তির জন্য মেধাতালিকা ও কোটার ভিত্তিতে মোট ৫৪৫ জন শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়েছে।

এ ছাড়া উত্তীর্ণ বাকি শিক্ষার্থীরা দেশের বেসরকারি ডেন্টাল কলেজ এবং ইউনিটে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। বেসরকারি ডেন্টালে মোট ১ হাজার ৪০৫টি আসন রয়েছে।

এবারের পরীক্ষায় ৬৫ হাজার ৯০৭ জন আবেদন করেন। পরীক্ষায় অংশগ্রহণ করেন ৫৩ হাজার ৮২জন। পাস করেছেন ৩৯ হাজার ৩৯৫ জন শিক্ষার্থীর। পাসের হার ৫৯ দশমিক ৭৭ শতাংশ।

ছেলেদের পাসের হার ৩৪ দশমিক ৯০ শতাংশ যা সংখ্যার হিসাবে ১৩ হাজার ৭৪৯ জন। আর মেয়েদের পাসের হার ৬৫ দশমিক ১০ শতাংশ, সংখ্যার হিসাবে ২৫ হাজার ৬৪৬জন।

সরকারি ডেন্টাল কলেজে ছেলেদের জন্য ২৫৭টি আর মেয়েদের ২৮৮টি আসন রয়েছে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।