ডেন্টালে ৯৩৬ পদ সৃজনের প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে

Image

নিজস্ব প্রতিবেদক,১১ জানুয়ারী ২০২৩:

দেশের আটটি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে ৯৩৬টি পদ সৃজনের প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অর্থ মন্ত্রণালয় থেকে অনুমোদন মিললে রাজস্বখাতে পদগুলো সৃষ্টি করা হবে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয়ের এক সভা শেষে পদ সৃজনের প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়।

আরো পড়ুন:২০২০ সালের মাস্টার্স ফাইনাল পরীক্ষা শুরু ৯ ফেব্রুয়ারি

এর আগে ২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি দেশের আটটি সরকারি মেডিকেল কলেজে ডেন্টাল ইউনিট প্রধান, অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকের পদ সৃজনের প্রাথমিক অনুমোদন দেয় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

পরে তা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়। একই বছরের ৩ জুলাই নতুন পদ তৈরির এ প্রস্তাব অনুমোদন করে
স্বাস্থ্য মন্ত্রণালয়।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।