ডুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা ঈদের পর

Image

ডেস্ক,৬ এপ্রিল ২০২৩:

দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের চলতি বছরের ভর্তির আবেদন ও পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। একাধিক বিশ্ববিদ্যালয়ের আবেদন কার্যক্রম শেষে ভর্তি পরীক্ষার প্রস্তুতি চলছে। তবে একটি গুচ্ছসহ কয়েকটি বিশ্ববিদ্যালয় এখনো তারিখ ঘোষণা করতে পারেনি।

জানা গেছে, গুচ্ছভুক্ত তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয় রুয়েট, কুয়েট ও চুয়েটের ভর্তি পরীক্ষা হবে আগামী ১৭ জুন। তবে এখনো ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করেনি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর (ডুয়েট) কর্তৃপক্ষ। রমজানের আগে তারিখ নির্ধারণ করা হবে না বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।

আরো পড়ুন: নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেবার সিদ্ধান্ত জবির

এ বিষয়ে ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এম হাবিবুর রহমান আজ বৃহস্পতিবার (৬ এপ্রিল) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ডুয়েটের ভর্তি পরীক্ষার এখনো কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। রমজানের পর অ্যাকাডেমিক কাউন্সিলের সভা হবে। সেখানে তারিখ নির্ধারণ করা হবে।

গুচ্ছভুক্ত তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয় হলো রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।