ডিসেম্বরেই গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে চায় এনটিআরসিএ

চতুর্থ গণবিজ্ঞপ্তি:

নিজস্ব প্রতিবেদক,১২ ডিসেম্বর ২০২২:

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি চলতি ডিসেম্বর মাসেই প্রকাশ করতে চায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। তবে মামলা জটিলতা কিংবা শিক্ষা মন্ত্রণালয় থেকে মতামত না পাওয়া গেলে এটি বাস্তবায়ন সম্ভব হবে না।

সোমবার (১২ ডিসেম্বর) এ তথ্য জানান এনটিআরসিএ সচিব মো. ওবায়দুর রহমান।

তিনি বলেন, গণবিজ্ঞপ্তি প্রকাশের জন্য আমরা প্রস্তুত। পদসংখ্যা যাচাই-বাছাইয়ের কাজও প্রায় শেষ। তবে পদসংখ্যা যাচাইয়ের চেয়ে আমাদের সামনে বড় বাধা ১৩তম নিবন্ধনধারীদের মামলা। এ বিষয়ে করণীয় জানতে শিক্ষা মন্ত্রণালয়ের মতামত চাওয়া হয়েছে। একই সাথে আমরা আদালতেও যাচ্ছি। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বর মাসেই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

আরো পড়ুনঃ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে পদ বাড়ছে

এনটিআরসিএ সূত্রে জানা গেছে, বিভিন্ন গণবিজ্ঞপ্তিতে সুপারিশের পর প্রার্থীরা এমপিওভুক্ত হতে নানা সমস্যায় পড়েন। এই সমস্যাগুলো দূর করতে এবার প্রাপ্ত শূন্য পদের তথ্য সংশ্লিষ্ট অধিদপ্তরের মাধ্যমে যাচাই করা হয়েছে। এতে করে নিয়োগের পর প্রার্থীদের যোগদান কিংবা এমপিওভুক্তিতে কোনো সমস্যা হলে এর জন্য অধিদপ্তর দায়ী থাকবে। সেজন্য এবার এই প্রক্রিয়ার মাধ্যমে শূন্য পদের তথ্য যাচাই করা হয়েছে।

ওই সূত্র আরও জানায়, তিনটি অধিদপ্তর মিলিয়ে এখন পর্যন্ত প্রায় ৬৯ হাজার শূন্য পদের তথ্য যাচাই হয়ে এসেছে। এর মধ্যে মাদ্রাসার ৩৬ হাজার ৫৬২, কারিগরির ১ হাজার ৯৬ এবং মাউশির শূন্য পদের সংখ্যা ৩২ হাজার ৫০০। আর কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে প্রাপ্ত শূন্য পদের সংখ্যা এক হাজার ১০২টি পদ চূড়ান্ত করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এনটিআরসিএ’র এক কর্মকর্তা শিক্ষাবার্তাকে বলেন, গণবিজ্ঞপ্তি প্রকাশের জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। আদালতের স্থগিতাদেশ পেলে এক সপ্তাহের মধ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।