নিজস্ব প্রতিবেদক,১৫এপ্রিলঃ
bdjournal
বুধবার, ১৫ এপ্রিল, ২০২০
×
হোম
বাংলাদেশ
ডা. মঈনের পরিবারের দায়িত্ব নেবে সরকার
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২০, ১৬:২৭ | আপডেট : ১৫ এপ্রিল ২০২০, ১৭:০৩
অনলাইন ডেস্ক
0
Shares
Evaly
নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া সিলেটের চিকিৎসক ডা. মঈন উদ্দিনের পরিবারের দায়িত্ব সরকার নেবে এবং একইসঙ্গে প্রধানমন্ত্রী ঘোষিত বিশেষ বীমার ভাতা খুব দ্রুত তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ।
মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে তিনি এ তথ্য জানান।
বুলেটিনের শুরুতেই আবুল কালাম আজাদ ডা. মঈন উদ্দিনের মৃত্যুর তথ্য জানিয়ে বলেন, ‘ডা. মঈন উদ্দিনের মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক পদে কর্মরত ছিলেন। তিনি করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে গিয়ে তিনি কভিড-১৯ এ আক্রান্ত হন। শ্বাসকষ্ট নিয়ে তিনি মৃত্যুর আগ পর্যন্ত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।’
স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে এই চিকিৎসকের সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছিলে জানিয়ে তিনি বলেন, ‘মরহুমের স্ত্রীও একজন চিকিৎসক। ডা. চৌধুরী রিফাত জামান একটি বেসরকারি মেডিকেল কলেজে ফিজিওলোজি বিভাগের সহকারী অধ্যাপক।’ তার দুটি সন্তানও রয়েছে বলে জানান তিনি।
এই চিকিৎসকের মৃত্যুর খবর পেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর সমবেদনা প্রকাশ করেছেন জানিয়ে আবুল কালাম আজাদ বলেন, ‘প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন মরহুমের পরিবারের সকল দায়-দায়িত্ব সরকার নেবে। একই সঙ্গে চিকিৎসকদের জন্য যে বীমা ঘোষণা করা হয়েছে, মরহুমের পরিবার সেটা যেন দ্রুত পান প্রধানমন্ত্রী সে বিষয়েও আশ্বস্ত করেছেন।’
একই সঙ্গে করোনারোগীদের চিকিৎসা নিয়োজিত সকল স্বাস্থ্যকর্মীদের পাশে আছেন বলেও প্রধানমন্ত্রী জানিয়েছেন।