‘টেলিটককে শক্তিশালী করা হবে’

অনলাইন রিপোর্টার ॥ বেসরকারি indexমোবাইল ফোন অপারেটরদের সাথে প্রতিযোগিতার উপযুক্ত করে রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটককে গড়ে তোলা হবে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযাগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
বুধবার সচিবালয়ে টেলিকম খাতের প্রতিবেদকদের সংগঠন ‘টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ’ এর সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে সেই পরিকল্পনা জানান তারানা।
ডাক ও টেলিযোগাযাগ প্রতিমন্ত্রী বলেন, আমরা একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে চাই, যাতে টেলিটক স্বাবলম্বী প্রতিষ্ঠান হিসাবে টিকে থাকতে পারে।
তিনি বলেন, টেলিটককে বাজারে কম্পিটিটিভ উপযুক্ত করে গড়ে তোলা আমাদের অন্যতম একটা চ্যালেঞ্জ। সেজন্য পদক্ষেপ গ্রহণ করা হবে। টেলিটককে শক্তিশালী করার আমাদের একটা পরিকল্পনা আছে। টেলিটক নিজের পায়ে দাঁড়াক। দাঁড়িয়ে কম্পিটিটিভ বাজারে যেন কম্পিটিশনে উপযুক্ত হতে পারে।
ডিজিটাল বাংলাদেশ গড়তে বেসরকারি খাতের প্রয়োজনের কথা স্বীকার করে প্রতিমন্ত্রী বলেন, “আমরা প্রাইভেট সেক্টরকে অবশ্য চাই, তারা বৈধ সুবিধা নিয়ে বৈধভাবে কাজ করবে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।