ডেস্ক,২৫ মার্চ ২০২৩: ২৭ মার্চ চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আইরিশদের মুখোমুখি হবে বাংলাদেশ। বাকি দুটি ম্যাচও অনুষ্ঠিত হবে চট্টগ্রামেই। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়েই অনলাইন টিকিটের যুগে প্রবেশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডে সিরিজের পর এবার টি-টোয়েন্টি সিরিজেও ধরে রেখেছে এর ধারা। অনলাইনেই বিক্রি হবে টিকিট। টিকেটের মূল্য তালিকাও প্রকাশ করেছে বিসিবি।
শনিবার (২৫ মার্চ) বেলা ২টা থেকে অনলাইনে প্রথম ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়। এছাড়া দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের টিকিট অনলাইনে পাওয়া যাবে ম্যাচের আগের দিন।
টিকেট কিনতে লাগবে জাতীয় পরিচয়পত্র ও সচল একটি মোবাইল নম্বর। একটি নিবন্ধিত অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ দুটি টিকিট সংগ্রহ করা যাবে। অবশ্য অনলাইনে টিকিট ক্রয় করার পর তা সংগ্রহ করতে হবে কালেকশন বুথ থেকে।