টাকায় বিক্রি হতো জিপিএ ৫, ফেল থেকে হয়ে যেত পাস

Image

পতিত আওয়ামী লীগ সরকারের আমলে মেধা নয় বরং জিপিএ এর স্কোর দিয়েই নির্ধারিত হতো শিক্ষার্থীদের যোগ্যতা। ফলে কোন প্রতিষ্ঠানের কতজন শিক্ষার্থী জিপিএ ৫ পেল তা নিয়ে রীতিমতো প্রতিযোগিতা ছিল প্রতিষ্ঠান প্রধানদের মধ্যে। আর এই সুযোগে ২০১৮ সালে দিপু মনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পর শুরু হয় জিপিএ ৫ কেনাবেচার চোরা গলি পথে অর্থের লেনদেন।

শিক্ষামন্ত্রী দিপু মনি, বোর্ড চেয়ারম্যান, বোর্ড সচিব এবং বিভিন্ন স্কুল কলেজের প্রধানরা জড়িয়ে পড়েন জিপিএ ৫ কেনাবেচার প্রতিযোগিতায়। টাকা দিলেই পাওয়া যেত জিপিএ ৫। আবার অনেক অনুত্তীর্ণ শিক্ষার্থীর ভাগ্যেও মিলত বোর্ড পরীক্ষায় কৃতকার্যের অলিক ছোঁয়া। এসব লেনদেনে দেড় লাখ টাকা থেকে শুরু করে তিন-চার লাখ টাকাও বিনিময় হতো বলে তদন্তে প্রমাণিত হয়েছে।

শিক্ষামন্ত্রী হিসেবে দিপু মনির পুরো দায়িত্বকালে অর্থাৎ ২০১৮ থেকে ২০২৩ এর শেষ পর্যন্ত জিপিএ ৫ বিক্রি করে শিক্ষা বোর্র্র্ডের একটি চক্র হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। এক সময়ের প্রভাবশালী বোর্ড সচিব তার একচ্ছত্র ক্ষমতার বলে ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যানকেও পাশ কাটিয়ে গড়ে তোলেন শক্তিশালী সিন্ডিকেট। সেখানে ঢাকা শিক্ষা বোর্ডে উপপরীক্ষা নিয়ন্ত্রক নিজেই দেন-দরবার করে টাকার অঙ্ক মীমাংসা করে দিতেন। অপর দিকে রাজধানী ঢাকা ছাড়াও আশপাশের বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকরা শিক্ষার্থীদের রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে জিপিএ ৫ পাওয়া নিয়ে আর্থিক লেনদেন করতেন।

২০২৪ সালের ৫ জানুয়ারি আওয়ামী লীগের সাজানো নির্বাচনের পর দিপু মনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব না পাওয়ায় আগের সেই সিন্ডিকেট দুর্বল হয়ে যায়। অবশ্য এর আগেই ২০১৮ ও ২০১৯ সালে জিপিএ ৫ কেনাবেচার তথ্য ফাঁস হতে শুরু করে। ওই সময়ে উত্তরার কয়েকটি স্কুল-কলেজের প্রধানদের বিরুদ্ধে জিপিএ ৫ কেনাবেচার তথ্য প্রকাশ হয়ে যায়। তখন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ছিলেন অধ্যাপক জিয়াউল হক। জিপিএ ৫ কেনাবেচার মূল হোতা ছিলেন শিক্ষা বোর্ড সচিব শাহেদুল খবির চৌধুরী, উপপরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন অদ্বৈত কুমার রায়। মূলত এই দুইজন প্রকাশ্যে থেকেই জিপিএ ৫ কেনাবেচায় সরাসরি জড়িত ছিলেন। অভিযোগ ছিল শাহেদুল খবির চৌধুরী ও অদ্বৈত কুমার রায় এতটাই বেপরোয়া ছিলেন যে, তারা শিক্ষামন্ত্রী দিপু মনির নিজস্ব লোক হিসেবে সবার ওপর খরবদারি করতেন। পরবর্তীতে তারা দু’জনই তাদের চাহিদা ও পছন্দমতো পোস্টিং নিয়েছেন ।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।