টাইমস্কেল পেলেন ৩৩ শিক্ষক

নিজস্ব প্রতিবেদক | ২৩ জানুয়ারি, ২০২০
স্কুল-কলেজের ৩৩ জন এমপিওভুক্ত শিক্ষককে টাইমস্কেল বা উচ্চতর গ্রেড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে এমপিও কমিটি। বুধবার (২২ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে অনুষ্ঠিত কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। টাইমস্কেল বন্ধ থাকলেও এই সংখ্যক টাইমস্কেল কীভাবে দেয়া হলো তার কোনও ব্যাখ্যা দেয়নি অধিদপ্তরের কর্মকর্তারা। তবে, বিশ্বস্ত সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে মামলা মোকদ্দমাসহ বিভিন্ন কারণে যাদের টাইমস্কেল আটকে ছিলো তাদের আবেদনের প্রেক্ষিতেই দেয়া হয়েছে।

জানা যায়, বিজোড় মাসে এ সভা অনুষ্ঠিত হয়। পদাধিকার বলে সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ মো. গোলাম ফারুক।

জানা গেছে, টাইমস্কেল পাওয়া ৩৩ শিক্ষকের মধ্যে বরিশাল অঞ্চলের ২ জন, কুমিল্লা অঞ্চলের ৩ জন, ঢাকার ৫ জন, খুলনার ৩ জন, ময়মনসিংহ অঞ্চলের ৩ জন, রাজশাহী অঞ্চলের ৩ জন, রংপুরের ১৩ জন এবং সিলেট অঞ্চলের ১ জন শিক্ষককে টাইমস্কেল দেয়ার সিদ্ধান্ত হয়।


Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।