বিডি নিউজ: জনপ্রশাসনের আরও চারজন সচিবকে জ্যেষ্ঠ সচিব করেছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয় বৃহস্পতিবার চার সচিবকে জ্যেষ্ঠ সচিব করে আদেশ জারি করেছে। এদেরকে আগের কর্মস্থলেই পদায়ন করা হয়েছে।
এই কর্মকর্তারা হলেন-কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ, বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) রেক্টর (সচিব) এম আসলাম আলম, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. ইউনুসুর রহমান এবং সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক খন্দকার আনোয়ারুল ইসলাম।
নতুন চারজনকে নিয়ে জনপ্রশাসনে বর্তমানে জ্যেষ্ঠ সচিবের সংখ্যা দাঁড়িয়েছে ১১ জন।
২০১২ সালের ৯ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার জনপ্রশাসনে জ্যেষ্ঠ সচিবের পদ চালু করে।