জেএসসি পরীক্ষা : প্রস্তুতিমূলক মডেল টেস্ট

সহকারী প্রধান শিক্ষিকা
বি.এ.এফ. শাহীন কলেজ, কুর্মিটোলা, ঢাকা
নৈর্ব্যক্তিক
১। কোন ধরনের সম্পদকে পরিমাপ করা যায় না?
ক. অমানবীয় সম্পদ খ. মানবীয় সম্পদ গ. বস্তুগত সম্পদ ঘ. যৌথ সম্পদ

 ২. শ্রম লাঘবের সরঞ্জাম কোনটি?
 ক. হাঁড়ি খ. সসপ্যান
 গ. প্রেসারকুকার ঘ. কড়াই
 ৩. পরিবারের অন্যতম ও প্রধান বস্তুগত সম্পদ কোনটি?
 ক. বাড়ি খ. গাড়ি গ. সোনা ঘ. অর্থ
 ৪. সময় তালিকায় কঠিন কাজের পর দিতে হবে-
 i. হালকা কাজ ii. বিশ্রাম iii. ভারী কাজ
 নিচের কোনটি সঠিক?
 ক. i ও ii খ i ও iii গ ii ও iii ঘ. i, ii ও iii
 ৫. শরীরের কোথাও কেটে গেলে কাটা স্থানটি উঁচু করে রাখতে হয়। এতে-
 ক. রোগী সুস্থ অনুভব করে
 খ. ডাক্তারের কাছে যেতে হয় না,
 গ. রক্তপড়া বন্ধ হয়
 ঘ. রক্ত চলাচল বন্ধ হয়।
 ৬. কোনটি বিষধর সাপের কামড়ের চিহ্ন?
 ক. খ. গ. ঘ.
 ৭. তড়িতাহত হওয়ার সঙ্গে সঙ্গে কোন কাজটি সর্বপ্রথম করতে হয়?
 ক. শুকনা কাঠ দিয়ে ধাক্কা দিতে হয়
 খ. তাকে হাত দিয়ে ছাড়াতে হয়
 গ. মেইন সুইচ বন্ধ করতে হয়
 ঘ. স্যান্ডেল পরে উদ্ধার করতে হয়।
 ৮. স্বাভাবিক অবস্থায় প্রতি মিনিটে সদ্যজাত শিশুর নাড়ির স্পন্দন কতবার?
 ক. ১১০-১২০ খ. ১২০-১২৫
 গ. ১৩০-১৩৫ ঘ. ১৩০-১৪০
 ৯. রোগীর পোশাক হতে হবে-
 i. নরম ও হালকা রঙের
 ii. ঢিলেঢালা ও আরামদায়ক
 iii. মজবুত ও নাইলনের তন্তুর
 নিচের কোনটি সঠিক?
 ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
 ১০. হৃদরোগে কোন ধরনের খাদ্য গ্রহণ ক্ষতিকর?
 ক. কার্বোহাইড্রেট খ. প্রোটিন সমৃদ্ধ

গ. চর্বিবহুল ঘ. ভিটামিন সমৃদ্ধ

 নিচের অনুচ্ছেদটি পড় এবং ১১ ও ১২নং প্রশ্নের উত্তর দাও
 শাহেদ দুই দিন ধরে জ্বরে ভুগছে। ডাক্তার শাহেদের মাকে দিনে তিনবার তাপমাত্রা মেপে ছক কাগজে লিপিবদ্ধ করার কথা বলেন।
 ১১. শাহেদের জ্বর মাপার জন্য যে থার্মোমিটার ব্যবহার করা হবে তার গায়ে কত ডিগ্রি থেকে কত ডিগ্রি পর্যন্ত দাগ কাটা থাকে?
 ক. ৯২-১০৪ খ. ৯৩-১০৫
 গ. ৯৪-১০৬ ঘ. ৯৪-১০৮
 ১২. জ্বর মাপার জন্য তার শরীরের নির্দিষ্ট স্থানে থার্মোমিটার কত মিনিট রাখবে?
 ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৪
 ১৩. কোন হরমোন ছেলেদের শুক্রাশয়ের বৃদ্ধি ঘটায়?
 ক. গোনাডোট্রপিক খ. টেস্টোস্টেরন
 গ. ইস্ট্রোজেন ঘ. মাইকোক্সিন
 ১৪. জনপ্রিয় ছেলেমেয়েদের বৈশিষ্ট্য হল-
 i. বন্ধুর মতো মেশে
 ii. নিয়মিত লেখাপড়া করে
 iii. কাউকে হিংসা করে না।
 নিচের কোনটি সঠিক?
 ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

 ১৫. কত মাস বয়সের পর শিশুকে মায়ের দুধের পাশাপাশি পরিপূরক খাবার দিতে হয়?
 ক. ৪ খ. ৫ গ. ৬ ঘ. ৭
 ১৬. কত বছরের শিশুর মধ্যে উচ্চ জ্বরের প্রবণতা দেখা যায়?
 ক. ১-২ খ. ১-৩ গ. ১-৪ ঘ. ১-৫
 ১৭. তৈরি স্যালাইন কত ঘণ্টার মধ্যে খেয়ে ফেলতে হয়?
 ক. ১০ খ. ১২ গ. ১৪ ঘ. ১৬
 ১৮. কয় ডোজ পোলিও টিকা খেলে শিশু পোলিও থেকে রক্ষা পায়?
 ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৪
 ১৯. ধনুষ্টংকার রোগের প্রতিষেধক টিকার নাম কী?
 ক. ওপিভি খ. টিটেনাস টক্সয়েড
 গ. বিসিজি ঘ. পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন
 ২০. বিশ্ব অটিস্টিক সচেতনতা দিবস হল-
 ক. ২১ ফেব্রুয়ারি খ. ১৮ মার্চ
 গ. ২ এপ্রিল ঘ. ১২ মে
 ২১. অটিজম শিশুদের ক্ষেত্রে কোন উক্তিটি সঠিক?
 ক. অটিজম নিরাময়যোগ্য
 খ. সব অটিস্টিক শিশুরা সুপ্ত প্রতিভার অধিকারী

গ. অটিস্টিক শিশুরা আজীবন অক্ষমতার সমস্যায় ভোগে

 ঘ. অটিস্টিক শিশুদের চিকিৎসা দিয়ে ভালো করা যায়।
 ২২। কত বছর বয়সের নিচে বিয়ে করলে ছেলেদের বাল্যবিবাহ বলে গণ্য করা হয়?
 ক. ১৮ খ. ১৯
 গ . ২০ ঘ. ২১

২৩। মেয়েদের বাল্যবিবাহ দেয়ার কারণ-

i. আর্থিক নিরাপত্তা
ii. সামাজিক নিরাপত্তা
iii. ব্যক্তিগত নিরাপত্তা

 নিচের কোনটি সঠিক?
 ক. i ও ii খ. i ও iii
 গ. ii ও iii ঘ. i , ii ও iii
 ২৪। প্রতি বেলার খাদ্য নির্বাচনে কমপক্ষে কতটি মৌলিক খাদ্যগোষ্ঠী থেকে খাদ্য নির্বাচন করতে হবে?
 ক. ২ খ. ৩
 গ. ৪ ঘ. ৫
 নিচের অনুচ্ছেদটি পড় এবং ২৫ ও ২৬নং প্রশ্নের উত্তর দাও :
 ৮ম শ্রেণির ছাত্রী রাহেলার স্বাভাবিক ওজনের চেয়ে তার ওজন অনেক বেশি। সে কেক, বার্গার, ড্রিংক্স, তেলে ভা খাবার বেশি পছন্দ করে।
 ২৫। রাহেলার শারীরিক অবস্থাকে বলা হয়-
 ক. স্বল্প ওজন খ. ওজনাধিক্য
 গ. কৃশকায় ঘ. লম্বাটে
 ২৬। পছন্দের খাবারগুলো বেশি খাওয়ার ফলে পরবর্তীতে তার যে ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে-
 i. উচ্চ রক্তচাপ ii. হৃদরোগ
 iii. রক্তচাপ কমে যাওয়া
 নিচের কোনটি সঠিক?
 ক. i ও ii খ. i ও iii
 গ. ii ও iii ঘ. i, ii ও iii
 ২৭। ম্যারাসমাস রোগের অপর নাম কী?
 ক. গা ফোলা খ. রিকেট
 গ. স্কার্ভি ঘ. হাড্ডিসাব
 ২৮। আয়োডিনের অভাব দূর করার জন্য কোন খাবারটি উত্তম?
 ক. সামুদ্রিক মাছ খ. কলিজা
 গ. মিষ্টি কুমড়া ঘ. কমলা
 ২৯। রক্তস্বল্পতা হলে কোন লক্ষণটি দেখা দেয়?
 ক. মাথার খুলি বড় হয়
 খ. হিমোগ্লোবিন কমে যায়
 গ. থাইরয়েড গ্রন্থি বড় হয় ঘ. চোখে সাদা দাগ হয়
 ৩০। আয়োডিনের অভাবে যে রোগটি হয় তার নাম-
 ক. রক্তস্বল্পতা খ. রাতকানা
 গ. গয়টার ঘ. রিকেট
 নিচের অনুচ্ছেদটি পড় এবং ৩১ ও ৩২নং প্রশ্নের উত্তর দাও।
 স্কুল শিক্ষিকা নওরিন তাঁতের শাড়ি পরে স্কুলে এসেছেন।
 ৩১. নওরিনের শাড়িটি কোন পদ্ধতিতে বোনা?
 ক. সাদাসিধে খ. টুইল
 গ. তেরছা ঘ. সাটিন
 ৩২। তার শাড়িটির বুনন পদ্ধতির বৈশিষ্ট্য হল-
 i. কাপড় খুব মসৃণ
 ii. ময়লা হলে চোখে পড়ে
 iii. রং করা ও ছাপার জন্য বিশেষ উপযোগী
 নিচের কোনটি সঠিক?
 ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

 ৩৩। মাছ ও দুধের পচনশীলতা রোধে কী ব্যবহার করা হয়?
 ক. কীটনাশক খ. ফরমালিন
 গ. হাইড্রোজ ঘ. ইউরিয়া
 ৩৪। পাউরুটি, নানরুটি রান্নার কোন পদ্ধতিতে তৈরি হয়?
 ক. বেকিং খ. টালা
 গ. ঝলসানো ঘ. সেঁকা
 ৩৫। কোন পদ্ধতিতে রান্না করা খাবারের পুষ্টির অপচয় হয় না?
 ক. মৃদু তাপে সিদ্ধ খ. ভাপে সিদ্ধ
 গ. পোড়ানো ঘ. ভাজা
 ৩৬। কড়াইয়ে আগুন লাগলে তা কীভাবে নেভাবে?
 ক. পানি দিয়ে খ. বাতাস দিয়ে
 গ. ঢাকনা দিয়ে ঢেকে
 ঘ. চুলার আগুন বাড়িয়ে দিয়ে
 ৩৭। খাদ্য রান্নার উদ্দেশ্য হল-
 i. খাদ্যকে গ্রহণ উপযোগী করা
 ii. সহজ পাচ্য করা
 iii. স্বাদ বৃদ্ধি করা
 নিচের কোনটি সঠিক?
 ক. i ও ii খ. i ও iii
 গ. ii ও iii ঘ. i, ii ও iii
 ৩৮। বৃদ্ধ বয়সে পোশাক কিরূপ হওয়া প্রয়োজন?
 ক. সরল নকশার খ. ভারী পোশাক
 গ. উজ্জ্বল রঙের
 ঘ. নাইলন, পলিয়েস্টার জাতীয়
 ৩৯। তাপ সুপরিবাহী তন্তু হল-
 ক. সুতি, রেশম খ. রেশম, পশম
 গ. সুতি, লিনেন ঘ. রেশম, লিনেন
 ৪০। কোমর থেকে নিচের সবচেয়ে স্ফীত অংশের ঘেরের মাপকে বলা হয়-
 ক. হিপ খ. মৌরী
 গ. পুট ঘ. মুহুরি
 উত্তর : ১.খ ২.গ ৩.ঘ ৪.ক ৫.গ ৬.খ ৭.গ ৮.ঘ ৯.ক ১০.গ ১১.ঘ ১২.খ ১৩.ক ১৪.ঘ ১৫.গ ১৬.ঘ ১৭.খ ১৮.ঘ ১৯.খ ২০.গ ২১.গ ২২.ঘ ২৩.ক ২৪.খ ২৫.খ ২৬.ক ২৭.ঘ ২৮.ক ২৯.খ ৩০.গ ৩১.ক ৩২.ঘ ৩৩.খ ৩৪.ক ৩৫.খ ৩৬.গ ৩৭.ঘ ৩৮.ক ৩৯.গ ৪০.ক।
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।