জেএসসি-জেডিসির পুনঃনিরীক্ষার ফল প্রকাশ

ঢাকা:

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার পুনঃনিরীক্ষার ফল প্রকাশিত হয়েছে শনিবার (২৮ জানুয়ারি)।

আটটি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা বোর্ডের জেএসসি-জেডিসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশিত হয়েছে বলে জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার।

সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট থেকে পুনঃনিরীক্ষার ফল জানা যাবে। ঢাকা শিক্ষা বোর্ডে এক হাজার ৫৭৮ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে বলে জানিয়েছেন বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক।

জেএসসির ফলাফল চ্যালেঞ্জ করে ঢাকা বোর্ডে ২৬ হাজার ৮৮৪ শিক্ষার্থী ফল পুনঃনিরীক্ষার আবেদন করেছিল। এরমধ্যে ফেল থেকে ২৩৮ শিক্ষার্থী পাস করেছে এবং নতুন করে ৪০৬ জন জিপিএ-৫ পেয়েছে।

গত ২৯ ডিসেম্বর জেএসসি-ডেডিসির ফল প্রকাশের পর ৩০ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত এই ফল পুনঃনিরীক্ষার আবেদন করে শিক্ষার্থীরা। জেএসসি-জেডিসিতে ৯৩ দশমিক ০৬ শতাংশ শিক্ষার্থী পাস করে। জিপিএ-৫ পায় ২ লাখ ৪৭ হাজার ৫৮৮ জন।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।