জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেএসডি) পরীক্ষার ফল প্রকাশ করা কাল বৃহস্পতিবার। এদিন সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ২০১৬ সালের এই দুই পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে তুলে দেবেন।
বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
শিক্ষামন্ত্রী পরে দুপুর ১২টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন। এরপর মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দুই পরীক্ষার ফল প্রকাশ করা হবে। অনলাইনে ফল জানা যাবে।
গত ১ নভেম্বর সারা দেশে একযোগে শুরু হয় জেএসসি ও জেডিসি পরীক্ষা। ১৭ নভেম্বর পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ৬ নভেম্বরের জেএসসির বরিশাল, চট্টগ্রাম ও কুমিল্লা বোর্ড এবং জেডিসির সারা দেশের পরীক্ষা স্থগিত করা হয়। জেএসসির স্থগিত পরীক্ষা ১২ নভেম্বর এবং জেডিসির পরীক্ষা হয় ১৯ নভেম্বর নেয়া হয়।
এবার ২৪ লাখ ১২ হাজার ৭৭৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, যা এ যাবৎকালের সর্বোচ্চ। এর মধ্যে জেএসসি পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২০ লাখ ৩৮ হাজার ৩০৩। আর জেডিসি পরীক্ষার্থী তিন লাখ ৭৮ হাজার ৪৭২ জন।