নিজস্ব প্রতিবেদক | ২১ ডিসেম্বর, ২০২১
জুনিয়র স্কুল সার্টিফিকেটের (জেএসসি) সনদ পেতে অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ফরমপূরণের সময় ৩০ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। গতকাল ২০ ডিসেম্বর পর্যন্ত শিক্ষার্থীদের ফরম পূরণের সময় দেওয়া হয়েছিল। কিন্তু সে সময় ৩০ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
আরো পড়ুনঃ শিক্ষা কর্মকর্তাকে থাপ্পড় মারায় মেয়র বরখাস্ত
গতকাল সোমবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আমিরুল ইসলাম স্বাক্ষরিত জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ২০২১ খ্রিষ্টাব্দের জেএসসি পরীক্ষার শিক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণের সময় আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। এই সময়ের মধ্যে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। এই ফরম পূরণ করতে শিক্ষার্থীদের কোন ‘ফি’ দিতে হবে না।
গত ১১ ডিসেম্বর থেকে জেএসসি’র ফরম পূরণ শুরু হয়। ২০ ডিসেম্বরের মধ্যে অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ফরম পূরণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছিল।