জুলাই-সেপ্টেম্বর শেষে ইসলামী ব্যাংকের লোকসান ১০০ কোটি

Image

২০২৪ সালের জুলাই-সেপ্টেম্বর শেষে ১০০ কোটি টাকার লোকসান গুনেছে ইসলামী ব্যাংক। বুধবার (৩০ অক্টোবর) ব্যাংকের এক মূল্য-সংবেদনশীল বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, এই প্রান্তিকে ব্যাংকটির লোকসান দাঁড়িয়েছে শেয়ারপ্রতি ৬২ পয়সা। তবে ইসলামী ব্যাংকের অধীন সাবসিডিয়ারি প্রতিষ্ঠানগুলোর আয়ের ফলে সমন্বিতভাবে এই প্রান্তিকে লোকসানের পরিমাণ ৮৯ কোটি টাকায় নেমেছে।

বিবৃতিতে আরও জানানো হয়, আগের বছরের একই সময়ের চেয়ে মন্দ ঋণের বিপরীতে প্রভিশনিং বাড়ানোর ফলে এ বছরের জুলাই-সেপ্টেম্বরে তারা লোকসানের সম্মুখীন হয়েছে।

এছাড়া, চলতি বছরের প্রথম ৯ মাস শেষে তাঁদের সমন্বিত নিট মুনাফা দাঁড়িয়েছে ২৬৭ কোটি টাকায়, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৩৯ শতাংশ কম। সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৬৬ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ২ টাকা ৭২ পয়সা আয় হয়েছিল।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।