জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৬১৯ আসনে ভর্তি আজ

Image

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে দ্বিতীয় মেধাতালিকা থেকে ভর্তির পর ৬১৯টি আসন শূন্য রয়েছে। এসব আসনে অপেক্ষমান ভর্তিচ্ছুদের আজ বৃহস্পতিবার (২৩ মে) ভর্তির জন্য ডাকা হয়েছে। গত রোববার (১৯ মে) বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রকাশিত তথ্য অনুযায়ী, মোট সাতটি ইউনিটে ৬১৯টি আসন ফাঁকা রয়েছে। এর মধ্যে ছেলেদের ৩৬২টি এবং মেয়েদের ২৫৭টি আসন রয়েছে। সবচেয়ে বেশি আসন শূন্য রয়েছে ‘এ’ ইউনিটে। ছেলেদের ১৩০ এবং মেয়েদের ৭৫টি আসন এখনো ফাঁকা রয়েছে।

আরো পড়ুন: ৯ম-১৬তম গ্রেডে চাকরি দেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, এসএসসি পাসেও আবেদন

এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে শিক্ষার্থীদের শূন্য আসনে ভর্তির জন্য অপেক্ষমাণ তালিকায় থাকা ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বৃহস্পতিবার (২৩ মে) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টার মধ্যে সশরীরে সংশ্লিষ্ট ইউনিট অফিসে উপস্থিত থাকার জন্য বলা হলো।

বিস্তারিত জানতে https://bachelor.ju-admission.org/news/86 -ওয়েবসাইটে ক্লিক করতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রিয় ভর্তি পরিচালনা কমিটির সচিব সৈয়দ মোহাম্মদ আলী রেজা স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।