আজ জার্মানির ২০তম জাতীয় নির্বাচন। এবারের নির্বাচনের মাধ্যমে আঙ্গেলা মের্কেলের ১৬ বছরের শাসনামলের পর নতুন চ্যান্সেলর পেতে যাচ্ছে জার্মানরা।
জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলে জানায়, ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির এই দেশটির নতুন নেতা নির্বাচনে রোববার ভোট দেবেন জার্মানরা।
রোববারের এই নির্বাচনের মাধ্যমে জার্মানিতে কার্যত একটি যুগের অবসান হবে। অবশ্য নির্বাচনের পর পরবর্তী সরকার গঠিত হওয়া পর্যন্ত মের্কেল দায়িত্বপালন করবেন।
ডয়চে ভেলে জানিয়েছে, পরবর্তী চ্যান্সেলর হিসেবে ৪২ শতাংশ মানুষ ওলাশ শলৎসকে সমর্থন দিলেও তার দল এসপিডির পক্ষে সমর্থন রয়েছে মাত্র ২৫ শতাংশ। সে ক্ষেত্রে বামপন্থী দল ডি লিংকে বা উদারপস্থী এফডিপিকে তৃতীয় শরিক করতে হবে।