জাবি ভর্তি : ডি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত, এইচ ও জি ইউনিটের পরীক্ষা কাল

Image

জাবি প্রতিনিধি , ১০ নভেম্বর, ২০২১
আজ বুধবার (১১ নভেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আরো পড়ুনঃ যবিপ্রবি-তে প্রথম বর্ষে ভর্তির আবেদন শুরু

‘ডি’ ইউনিটের আসন সংখ্যা ৩২০টি। এরমধ্যে ছাত্রদের ১৬০টি এবং ছাত্রীদের জন্যও ১৬০টি। ‘ডি’ ইউনিটে আবেদনকারীর সংখ্যা ৬৯ হাজার ২২৬ জন। আগামীকাল বৃহস্পতিবার (১১ নভেম্বর) আইআইটিভুক্ত ‘এইচ’ ইউনিট এবং আইবিএ জেইউ-ভুক্ত ‘জি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘এইচ’ ইউনিটে আসন সংখ্যা ৫৬টি। এরমধ্যে ছাত্রদের জন্য ২৮টি এবং ছাত্রীদের জন্যও ২৮টি। এ ইউনিটে আবেদনকারীর সংখ্যা ২৩ হাজার ৩১৬ জন। ‘জি’ ইউনিটের আসন সংখ্যা ৫০টি। এরমধ্যে ছাত্রদের জন্য ২৫টি এবং ছাত্রীদের জন্যও ২৫টি। আবেদনকারীর সংখ্যা ৮ হাজার ৮৯৬ জন।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।