জাবির মীর মশাররফ হলের নতুন প্রভোস্ট অধ্যাপক সাব্বির

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মীর মশাররফ হোসেন হলের নতুন প্রভোস্ট হিসেবে গণিত বিভাগের অধ্যাপক ড. মো. সাব্বির আলমকে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরো পড়ুন: এবার ছাত্রলীগের দুই নেতাকে চাকরি দিলেন পলক

বুধবার (৩১ মে) বিশ্ববিদ্যালয়ের চুক্তিভিত্তিক রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, মীর মশাররফ হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমানকে প্রভোস্টের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানপূর্বক উক্ত হলের ওয়ার্ডেন ও গণিত বিভাগের অধ্যাপক ড. মো. সাব্বির আলমকে যোগদানের তারিখ হতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মীর মশাররফ হোসেন হলের প্রভোস্ট নিয়োগ করা হলো। তিনি প্রচলিত নিয়মে সুবিধাদি ভোগ করবেন।

নবনিযুক্ত প্রভোস্ট অধ্যাপক সাব্বির আলম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমি একসময় এই হলের আবাসিক ছাত্র ছিলাম। নিজের হলের প্রভোস্ট হতে পারায় আমি আনন্দিত। উপাচার্য মহোদয় আমাকে এই পদে যোগ্য মনে করেছেন বলে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার উপর অর্পিত দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করছি।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।