জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হল খুলবে আগামী ১১ অক্টোবর আর ক্লাস শুরু হবে ২১ অক্টোবর থেকে।
রোববার (৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক রাশেদা আখতার সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
রাশেদা আখতার বলেন, ‘ন্যূনতম এক ডোজ টিকা নেওয়া সাপেক্ষে শিক্ষার্থীরা হলে উঠতে পারবে। কোয়ারেন্টাইন পালন করতে হবে না। তবে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানতে হবে।
এছাড়া, হলগুলোতে শুধু রানিং (মাস্টার্স শেষ হয়নি যাদের) শিক্ষার্থীরা অবস্থান করতে পারবে। তবে ৪৯ ব্যাচসহ (২০১৯-২০ সেশন) যাদের অনলাইনে পরীক্ষা চলমান তারা অনলাইনে পরীক্ষা শেষ করে তারপর হলে উঠবে।’