জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। গতকাল রোববার আইবিএ’র ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।
আইবিএ’র ভর্তি পরীক্ষার ফল দেখতে এখানে ক্লিক করুন
জানা গেছে, আইবিএ ইউনিটে ৫০টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৫ হাজার ৮৪৩ জন শিক্ষার্থী। এই ইউনিটে প্রতি আসনে লড়াই করছেন ১১৭ জন শিক্ষার্থী।
আরো পড়ুন: ঢাবির প্রযুক্তি ইউনিটের ফলাফল পুনঃনিরীক্ষার আবেদন শুরু
এর আগে গতকাল রবিবার (১৮ জুন) সকাল ৯টায় আইবিএ’র ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি যুদ্ধ শুরু হয়।
এদিকে, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেইট), জয়বাংলা ফটক ও বিশমাইল ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাফিক পুলিশের ব্যবস্থা নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থান সমূহে ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসিটিভি) চালু রাখা হয়েছে। ঢাকা-আরিচা মহাসড়কে রাত ১০টা পর্যন্ত পুলিশ টহলের ব্যবস্থা করা হয়েছে।